শেষ আপডেট: 9th November 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ডেঙ্গিতে মৃত্য়ু হল এক যুবকের। জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা ওই যুবক। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।এই মরশুমে শহর কলকাতায় এটাই প্রথম ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা।
জেলায় ডেঙ্গি ভয় ধরাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। শনিবার বিধাননগরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গিতে। তাঁর মৃত্যুর শংসাপত্রেও লেখা ছিল ডেঙ্গিতে মৃত্যুর কথা। বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে শরৎপল্লীর বাসিন্দা ছেলেন শিবানী দাস (৬৯)। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় বাগুইহাটির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। শনিবারে সেখানেই তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে 'ডেঙ্গি হেমারেজিক ফিভার'-এর উল্লেখ রয়েছে। বিধাননগরে এটাই এ মরশুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
গত কয়েকদিন ধরেই ডেঙ্গি আতঙ্ক বাড়াচ্ছে ইসলামপুরে। মঙ্গলবার সকালে সেখানে মৃত্যু হয় রাহুল শেখ নামের বছর ৩০ এর এক যুবকের। ইসলামপুরের নেতাজি পার্ক, নসিয়ত পাড়ায় ডেঙ্গি ভয়াবহ রূপ নিয়েছে। ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন মানুষ। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে জরুরি বিভাগে জ্বরে আক্রান্ত রোগীদের লম্বা লাইন। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইসলামপুরে। মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। মঙ্গলবার সকালে রাহুল শেখের মৃত্যুর পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে শহর কলকাতায় এবার ডেঙ্গির প্রকোপ তুলনামূলক কম। তবে জোড়াবাগানের যুবকের মৃত্যু নতুন করে ভাবাচ্ছে পুর প্রশাসনকে।