শেষ আপডেট: 2nd September 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে স্লোগান তুলছেন তাঁরা। মেরুদণ্ড হাতে নিয়ে রাজপথে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। এই আবহে পুলিশকে দশ মিনিটের ডেডলাইন দিলেন জুনিয়র ডাক্তাররা। জানিয়ে দিলেন সময় পেরিয়ে গেলে চিকিৎসকদের কাছে আসতে হবে সিপি বিনীত গোয়েলকে।
নিরস্ত্র জুনিয়র ডাক্তারদের রুখতে দেড়মানুষ উঁচু লৌহ প্রাচীর তৈরি করে রাখা হয়েছে। পুলিশে ছয়লাপ বউবাজার চত্বর। প্রবেশ রুখতে লালবাজারের কাছে ৯ ফুট উচ্চতার লোহার গার্ডরেলও বসিয়েছে পুলিশ।
মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, ১৪ অগস্ট মাঝরাতে আরজি কর হাসপাতালে হামলার মতো ঘটনার প্রতিবাদে শিরদাঁড়ায় ফুলের মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ ডাক্তারদের। সিসি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে পুলিশ। বজ্রআঁটুনি নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা চত্বর।
শুধু চিকিৎসকরাই নন, লালবাজার ঘেরাও অভিযানে সামিল হয়েছেন চিকিৎসকদের মা-বাবারাও। অভিভাবকদের প্রশ্ন 'কোথায় গেলে আমার বাচ্চা সেফ থাকবে? এই ঘটনা আমাদের এত ভয় পাইয়ে দিয়েছে, মনে হচ্ছে আর লেখাপড়ার দরকার নেই। ছেলে বাড়িতে থাকুক'।