শেষ আপডেট: 29th January 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত ‘ডি বাপি বিরিয়ানি’-র কর্ণধার অনির্বাণ দাসকে মঙ্গলবার গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ রয়েছে তার নামে। আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি মধ্যমগ্রামে অনির্বাণের দোকানের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সময়মতো ভাড়া পরিশোধ করা সত্ত্বেও, তাঁকে বারবার সেখান থেকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছিল। বিশ্বজিতের অভিযোগ, শুধু হুমকি নয়, অনির্বাণ আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁকে ভয় দেখান।
বিশ্বজিৎ দত্ত এই ঘটনায় ভীত ও ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। তিনি মধ্যমগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অনির্বাণ দাস শুধুমাত্র বাড়ি ছাড়ার জন্য চাপই দিচ্ছিলেন না, বরং তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেন। বিশ্বজিতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তথ্যপ্রমাণ যাচাইয়ের পর, অবশেষে মঙ্গলবার অনির্বাণ দাসকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাঁর দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি ‘ডি বাপি বিরিয়ানি’-র ব্যারাকপুর শাখাও বিতর্কে জড়িয়েছিল। সেখানে উড়োচিঠি পাঠিয়ে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল এবং গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। সে সময় অনির্বাণ নিজেই হুমকির অভিযোগ করেছিলেন। তবে এ বার অভিযোগের কেন্দ্রবিন্দু তিনি নিজেই।