শেষ আপডেট: 25th October 2024 10:32
দ্য ওয়াল ব্যুরো: স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'দানা'। তার জেরে স্বাভাবিকভাবেই বাংলা-ওড়িশা উপকূলে তীব্র গতিতে হাওয়া বইছে। সঙ্গে রয়েছে বৃষ্টি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 'দানা' বিরাট দাপট দেখা না গেলেও সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
'দানা'র দাপট থেকে বাঁচতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু হল। কাল রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজ সকাল ১০টা থেকে শুরু হল ট্রেন চলাচল।
দক্ষিণ শাখার প্রথম ট্রেন ডাউন সোনারপুর লোকাল শিয়ালদহ স্টেশন ছাড়ে। পরে ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়।
অন্যদিকে, কলকাতা বিমানবন্দরেও শুরু হয়েছে বিমান পরিষেবা। যদিও দানার প্রভাবে বাতিল হয়েছে বহু বিমান। যার কারণে ভোগান্তির শিকার বহু যাত্রীরা।
'দানা'র প্রভাব বাংলায় যে মারাত্মক পড়েছে এমনটা নয়। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে তাতে একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সকাল থেকে রাস্তায় খুব বেশি দেখা মিলছে না বাস-অটোর।
এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে বড় বড় গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে।
শুধুমাত্র গঙ্গার জলস্তর বেড়ে যাওয়া নিয়ে চিন্তা থেকে গেছে। তার সঙ্গে হালকা ঝড়ও হচ্ছে। ইতিমধ্যে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে পড়েছে গাছ, বিপর্যয় মোকাবিলা দল গাছ কাটা, রাস্তা পরিষ্কারের কাজে হাতে লাগিয়েছে।