শেষ আপডেট: 6th November 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বক্তৃতাও দিয়েছিলেন। সেই যুবনেতা সোমনাথ ঝাঁকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। অভিযোগ, নারী নির্যাতনের! তাও আবার একটি নয়, দুটি অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।
কলকাতার ৯৮ ওয়ার্ডের সিপিএম-এর এই তরুণ নেতার বিরুদ্ধে দলেরই দুই নেতার মেয়েকে হেনস্থা করার অভিযোগ রয়েছে! দলের টালিগঞ্জ ২ এরিয়া কমিটি এই অভিযোগ পাওয়ার পরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী। দুই অভিযোগকারিণী আলাদাভাবে জেলা কমিটিকেও চিঠি দিয়েছিলেন।
গত সপ্তাহেই এই নিয়ে বৈঠকে বসেছিল টালিগঞ্জ ২ এরিয়া কমিটি। সদস্যদের মধ্যে বেশিরভাগই নেতার বহিষ্কারের পক্ষে ছিল। একাংশ আবার তদন্ত কমিটি গঠন করার পক্ষেও কথা বলে। তবে এখনই কোনও কমিটির প্রক্রিয়ায় যেতে চায়নি দলের জেলা সম্পাদকমণ্ডলী। তাই তড়িঘড়ি অভিযুক্তকে শোকজ নোটিস পাঠিয়ে তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়। সেই জবাবি চিঠি আসার পর এক দফা বৈঠক করে এরিয়া কমিটি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মুহূর্তে দলের সম্মেলন প্রক্রিয়া চলছে। তাই এত দ্রুত এই যুবনেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতার অনুগামীরা। তাঁদের অভিযোগ, সম্মেলন প্রক্রিয়া থেকে ছেঁটে ফেলতেই চটজলদি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, জেলা সম্পাদকমণ্ডলীর বেশ কয়েকজনও এত দ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সহমত ছিলেন না। কিন্তু তাঁদের সংখ্যা কম হওয়ার গুরুত্ব পায়নি।
বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে এর আগে দলের আরও এক যুবনেত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই সময়ও তাঁকে বহিষ্কারের দাবি তোলা হয়েছিল, যদিও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র এক বছরের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয় এবং এরিয়া কমিটির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সিপিএম-এর বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগে শোরগোল হয়েছে। তাঁকে ইতিমধ্যে একাধিকবার তলব করেছে বরাহনগর থানা, পাশাপাশি আগামী শনিবার তাঁকে ডেকে পাঠিয়েছে দলের অভ্যন্তরীণ কমিটিও। ইতিমধ্য তন্ময়কে সাসপেন্ডও করেছে দল। এই ঘটনার মধ্যেই যুবনেতাকে নিয়ে অস্বস্তি বাড়ল সিপিএম-এর।