শেষ আপডেট: 12th November 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। প্রবল জ্বর, সর্দি-কাশি নিয়ে বেশ কয়েকদিন ধরে ভুগছেন তিনি। তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। সম্প্রতি শারীরিক অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।
বিগত কয়েক মাস ধরে বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই খুব একটা শরীর ভাল নেই বিমান বসুর। তার মাঝে আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডাও লেগে যায় তাঁর। সেই প্রেক্ষিতেই এখন তিনি হাসপাতালে ভর্তি। দলীয় কর্মীদের মনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে তাঁর স্থিতিশীল থাকার খবরে কিছুটা হলেও স্বস্তিতে দল।
৮৪ বছর বয়সি বাম নেতার শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় বেশি দেরি না করেই তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন দলীয় কর্মীরাই। সোমবার রাতে মুজফফর আহমেদ ভবন থেকেই বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, জেনারেল বেডেই রয়েছেন বিমান বসু। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন বুধবার। তার ঠিক আগেই বিমান বসুর হাসপাতালে ভর্তি হওয়া দলের কর্মী-নেতাদের মনোবলে প্রভাব ফেলবে বলে অনুমান। তবে বিমানের অবস্থা সঙ্কটজনক না হওয়ায় অনেকেই মনে করছেন আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।