শেষ আপডেট: 27th April 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের চাকরি ফেরাতে হবে, এই দাবিতে শনিবার এসএসসি ভবন ঘেরাও করল বাম ছাত্র-যুবরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মিছিলে তুলকালাম কাণ্ড। করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বামদের ছাত্র সংগঠন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে বাম ছাত্র-শিক্ষক সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়দের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে।
কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর থেকেই যোগ্য চাকরিহারারা প্রতিবাদে শামিল হন। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে চলছে জোর চাপানউতোর। আদালতের রায়ের পর যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে শাসক-বিরোধী উভয় পক্ষই একে অপরের উপর দায় চাপাতে শুরু করেছে। আর এই দাবিকে সামনে রেখেই শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-শিক্ষক সংগঠন।
করুণাময়ী থেকে মিছিল এগোতেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই-র একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরইমধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাঁদের না ছাড়লে আন্দোলনের দাপট আরও বাড়বে বলে সুর চড়াতে থাকেন বামেরা।