শেষ আপডেট: 27th October 2024 23:38
দ্য ওয়াল ব্যুরো: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠতেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিল দল। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
রবিবারই সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। লেখেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'
সাংবাদিকের অভিযোগের পর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে দ্য ওয়াল। তিনি বলছেন, 'দ্য ওয়ালের যে সাংবাদিকরা আমার কাছে এসেছেন এর আগে তাঁদের যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।' একাধিক সংবাদমাধ্যমের মহিলা কর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।'
কিন্তু বর্ষীয়ান এই বাম নেতার ‘ইয়ার্কি’ যে দল একেবারেই ভাল চোখে দেখেনি তা মহম্মদ সেলিমের সাসপেন্ডের ঘোষণাতেই স্পষ্ট। এদিন অভিযোগ উঠতেই মহম্মদ সেলিম বলেন, ‘আমরা বিকেলেই খবরটা পেয়েছি। এক তরুণী সাংবাদিক তন্ময়ের আচরণে বিধ্বস্ত হয়েছেন। দল এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু যে ভাবে পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়েছে, দল কোনওভাবেই এমন ঘটনাকে সমর্থন করে না।’
দলের রাজ্য সম্পাদক মনে করিয়ে দেন, শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে। আজই ওঁকে সাসপেন্ড করা হচ্ছে। সোমবার বিস্তারিত সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে কমিটি যেমন প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।
সেলিমের বক্তব্যে পরিষ্কার দল কোনওভাবেই কোনও ব্যক্তির খারাপ আচরণের দায় নেবে না। তিনি মনে করিয়ে দেন, এর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। ইতিমধ্যে বরাহনগর থানায় দুটি জামিন অযোগ্য ধারায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
তন্ময়ের কথায়, 'আমি এরকম একটা বাচ্চা মেয়েকে মা বলে ডাকি। সে এরকম অভিযোগ করল?' যদিও দলের তরফে এখনও অবধি কোনও যোগাযোগ করা হয়নি বাম নেতার সঙ্গে। এমনটাই জানান তিনি। তাঁর সাফ কথা, 'দল কিছু জানতে চাইলে এখন আপনাকে যা বললাম, সেই কথাই তাদেরও বলব।'
অন্যদিকে, অভিযোগকারী মহিলা সাংবাদিকের সঙ্গে দ্য ওয়াল যোগাযোগ করলে তিনি জানান, 'অফিসে গোটা ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমরা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।'
এদিকে বাম নেতার গ্রেফতারির দাবিতে মানববন্ধনের প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন 'সিপিএম আছে সিপিএমেই।'
তরুণী সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের মহান কমরেড, সদ্য বরানগরে প্রার্থী হওয়া তন্ময় ভট্টাচার্য। ক'দিন ধরে...
Posted by Kunal Ghosh on Sunday 27 October 2024
তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি লেখেন, 'তরুণী সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের মহান কমরেড, সদ্য বরানগরে প্রার্থী হওয়া তন্ময় ভট্টাচার্য। ক'দিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেফতার চেয়ে মানববন্ধন?