Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
CPIM CGO Complex Rally

আরজি কর কাণ্ডের তদন্তে গতি আনার দাবি জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল।

আরজি কর কাণ্ডের তদন্তে গতি আনার দাবি জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের

বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান

শেষ আপডেট: 21 November 2024 11:16

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে পথে নামল সিপিএম। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা আইনজীবী-সহ চারজনের প্রতিনিধি দলের।

বোঝাই যাচ্ছে উৎসবের মরসুমের জন্য কিছু দিন কর্মসূচিতে ভাটা পড়েছিল। এখন আবার যথাসম্ভব রাস্তার কর্মসূচির তীব্রতা বাড়াতে চাইছেন বাম নেতৃত্ব।

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল। আর এই প্রথম বামেদের সিবিআই অভিযান। তদন্তের ১০০ দিন পেরিয়ে গিয়েছে। তাই 'আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই'- স্লোগানকে সামনে রেখে সিজিও অভিযান হয়।

বৃহস্পতিবার মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, রামচন্দ্র ডোম এবং এক আইনজীবী-সহ মোট চারজন ডেপুটেশন জমা দেয়। দাবি, প্রাথমিক চার্জশিটে সিবিআই শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম দিয়েছে। অথচ এত বড় ঘটনায় শুধু এক জনই অপরাধী, এ কথা বিশ্বাস করা শক্ত। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

সেলিম বলেন, 'আমরা প্রথম থেকেই সিবিআই তদন্ত চাইনি। নির্যাতিতার পরিবার প্রথম থেকেই সিবিআই চেয়েছিল। আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। চার্জশিটে অনেক ফাঁকফোঁকর আছে। দরকার হলে মানুশের সামনে চার্জশিটের চার্জশিট সামনে আনব।'

বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'রাজ্যের মানুষ সিবিআই-এর ওপরে ভরসা করতে চাইছে। সিবিআই নিজে কর্মতৎপরতা, নিরপেক্ষতা এবং মোটিভ অফ ক্রাইমের সমস্ত কিছু খুলে রাজ্যের মানুষের কাছে রাখবে, এটা মানুষ আশা করছে। নইলে রাস্তাতেই ওদের সঙ্গে আমাদের দেখা হবে। আমাদের মেয়ে মারা গেছে তাঁর ডেডলাইন হয় না। রাজ্যের মানুষ চার্জশিট দেওয়ার জন্য রেডি আছে।'  

প্রসঙ্গত, বুধবারই কলকাতায় চাকরি-প্রার্থীদের মঞ্চের ডাকে মিছিল হয় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। পুলিশে পর্যাপ্ত নিয়োগ এবং রাজ্য সরকার যাতে অবিলম্বে ওবিসি সংরক্ষণের জটিলতা মেটায়, সেই দাবিতে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। 


ভিডিও স্টোরি