শেষ আপডেট: 18th October 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। সেই ঘটনায় একজন রোগীর ধোঁয়ার কারণে 'শ্বাসকষ্ট' হয়ে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়টি মানতে নারাজ। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, আগুন লাগার কারণে কারও মৃত্যু হয়নি। অন্যান্য সব রোগীরাই সুরক্ষিত। এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
এদিন সকাল ১১টার কিছু পরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে যান কমিশনার। কথা বলেন হাসপাতালের সুপারের সঙ্গেও। পরে সংবাদমাধ্যমে তিনি জানান, আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে আসবে ফরেন্সিক টিম। এছাড়া একজন রোগী মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা কীভাবে হল, সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান মনোজ ভার্মা। তাঁর কথায়, ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত, ওই রোগীর পরিবার দাবি করেছে, আগুন লাগার পর খোলা আকাশের নীচে কিছু রোগীকে শুইয়ে রাখা হয়েছিল। তখনই ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়। এর ফলেই তিনি মারা যান। যদিও এই বিষয়টি মানতে নারাজ হাসপাতালে কর্তৃপক্ষ। তাদের সাফ কথা, আগুন লাগার কারণে কারও মৃত্যু হয়নি।
হাসপাতালে সূত্রে খবর, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই অন্তত ৮০ জন রোগীকে যারা ভর্তি ছিলেন, তাঁদের সকলকে উদ্ধার করে নীচে নামানো সম্ভব হয়। প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার ৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের জেরে আজকের জন্য হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ড বা তার আশপাশ।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালের যে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে সেটা তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় কিনা দেখতে বলা হয়েছে। আর আজই ইএসআই-এর ডিরেক্টরসহ যাঁরা উচ্চপদস্থ অফিসার তাঁদেরকে বৈঠকে ডাকা হয়েছে। শিয়ালদহ ইএসআই-কে যত দ্রুত সম্ভব পুরনো অবস্থায় ফিরিয়ে আনার সবরকম চেষ্টা হচ্ছে।