শেষ আপডেট: 22nd December 2023 12:12
দ্য ওয়াল ব্যুরো: করোনা কি ফের ফিরে আসছে?
ওমিক্রনের নতুন ভ্য়ারিয়ান্ট জেএন.১ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। সূত্রের খবর, এ রাজ্যেও পাঁচ থেকে ছয় জনের শরীরে করোনার নতুন উপপ্রজাতির খোঁজ মিলছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ৬ মাসের এক শিশুও। তাকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।
সূত্রের খবর, করোনা আক্রান্তদের চারজন ভর্তি হাসপাতালে, দু’জনকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, যে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে তার করোনা ছিল না। নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। জ্বর ও খিঁচুনি ছিল শিশুটির। পরে পরীক্ষা করে তার করোনা ধরা পড়ে। শিশুটিকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।
করোনার জেএন.১ উপপ্রজাতিই বেশি ছড়াচ্ছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, এই উপপ্রজাতির সংক্রমণের উপসর্গও করোনার মতোই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখনই কলকাতায় এই নতুন উপরূপকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা।
ভারত, চিন, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্ব জুড়ে অনেক দেশে করোনার জেএন.১ প্রজাতির পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, করোনার এই নতুন উপপ্রজাতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। তবে ভ্যাকসিন নিয়ে একে প্রতিরোধ করা সম্ভব।
তবে হু-এর তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে। নিউমোনিয়ার সংক্রমণও ছড়াচ্ছে বাচ্চাদের মধ্যে। তাই এই সময়টাতে বেশি সতর্ক থাকতে হবে। রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা জরুরি, এখন অসুস্থ হলে বা উপসর্গ দেখা দিলে নিজেকে আইসোলেশনে রাখুন। টানা জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হবে।