Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল
Covid in Bengal

কলকাতা মেডিক্যালে ভর্তি ৬ মাসের শিশুর করোনা, রাজ্যে আক্রান্ত আরও পাঁচ

রাজ্যেও পাঁচ থেকে ছয় জনের শরীরে করোনার নতুন উপপ্রজাতির খোঁজ মিলছে।

কলকাতা মেডিক্যালে ভর্তি ৬ মাসের শিশুর করোনা, রাজ্যে আক্রান্ত আরও পাঁচ

শেষ আপডেট: 22 December 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো: করোনা কি ফের ফিরে আসছে?

ওমিক্রনের নতুন ভ্য়ারিয়ান্ট জেএন.১ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। সূত্রের খবর, এ রাজ্যেও পাঁচ থেকে ছয় জনের শরীরে করোনার নতুন উপপ্রজাতির খোঁজ মিলছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ৬ মাসের এক শিশুও। তাকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।

সূত্রের খবর, করোনা আক্রান্তদের চারজন ভর্তি হাসপাতালে, দু’জনকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, যে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে তার করোনা ছিল না। নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। জ্বর ও খিঁচুনি ছিল শিশুটির। পরে পরীক্ষা করে তার করোনা ধরা পড়ে। শিশুটিকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

করোনার জেএন.১ উপপ্রজাতিই বেশি ছড়াচ্ছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, এই উপপ্রজাতির সংক্রমণের উপসর্গও করোনার মতোই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখনই কলকাতায় এই নতুন উপরূপকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা।

ভারত, চিন, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্ব জুড়ে অনেক দেশে করোনার জেএন.১ প্রজাতির পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, করোনার এই নতুন উপপ্রজাতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। তবে ভ্যাকসিন নিয়ে একে প্রতিরোধ করা সম্ভব। 

তবে হু-এর তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে। নিউমোনিয়ার সংক্রমণও ছড়াচ্ছে বাচ্চাদের মধ্যে। তাই এই সময়টাতে বেশি সতর্ক থাকতে হবে। রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা জরুরি, এখন অসুস্থ হলে বা উপসর্গ দেখা দিলে নিজেকে আইসোলেশনে রাখুন। টানা জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হবে।


ভিডিও স্টোরি