শেষ আপডেট: 28th March 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় (Belgachia Bhagar) সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর করেনি হাওড়া পুরসভা। এই ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
হাওড়ার বেলগাছিয়া ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্যা, স্থানীয় বাসিন্দাদের বাড়ি ধসে যাওয়া, বিদ্যুৎহীন এলাকা। সব মিলিয়ে জেরবার স্থানীয়রা। পুরমন্ত্রী ঘটনাস্থলে বিক্ষোভের মুখেও পড়েন ফিরহাদ।
এই আবহে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে সেই জঞ্জাল সরানোর জন্য। বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলার পরই প্রস্তুতি নিতে শুরু করেছে বৈদ্যবাটি পুরসভা।
হাওড়ার বেলগাছিয়ার আবর্জনার স্তূপ অন্য় জায়গায় সরানোর পরিকল্পনা করেছে প্রশাসন। সে ক্ষেত্রে প্রথমে বিকল্প হিসাবে ধরা হয়েছিল শিবপুরের আরুপাড়া এলাকায়। সেখানে নতুন ভাগাড় তৈরি করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এদিকে, বেলগাছিয়ার ভাগাড়ের ধসে গোটা জেলার ময়লা নেওয়া বিঘ্নিত হচ্ছে।