শেষ আপডেট: 25th August 2024 08:03
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে আরজি করে দুর্নীতি কাণ্ডের তদন্তভার হাত পেয়ে এবার তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সকাল পৌনে সাতটা নাগাদ আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজি করের ফরেনসিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোম-সহ একাধিকজনের বাড়িতে পৌঁছে গেছে সিবিআইয়ের দল।
দেবাশিসের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হলেও সন্দীপ ঘোষের বাড়ির দরজা এখনও কেউ খোলেনি। ডাকাডাকি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করে ধর্ষণ ও খুন করা হয় ডাক্তারি ছাত্রীকে। ওই ঘটনায় গত শুক্রবার থেকে টানা ৯দিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শনিবারও দিনভর সিজিও কমপ্লেক্সে তাঁকে জেরা করেন তদন্তকারীরা।
রবিবার ভোরের আলো ফুটতেই বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনে পৌঁছে যান তদন্তকারীরা। সূত্রের খবর, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সূত্রের খবর, আরজি করে দুর্নীতির তদন্তেই প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে হাজির হয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল।
তবে দীর্ঘক্ষণ দরজা না খোলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভেতর থেকে দরজা জানালা সব বন্ধ। বারংবার কলিং বেল বাজালেও কেউ সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ। ইতিমধ্যে আদালতের নির্দেশে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে রয়েছে কলকাতা পুলিশের পাহারও। তাঁদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
একই সঙ্গে আরজি করের ফরেনসিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। দেবাশিসবাবুর কেষ্টপুরের বাড়িতে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি অভিযান।