তিলোত্তমা কলকাতাকে (Kolkata) জঞ্জাল মুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা।
ফিরহাদ হাকিম৷
শেষ আপডেট: 23 May 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমা কলকাতাকে (Kolkata) জঞ্জাল মুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Corporation)। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
মেয়র জানান, ১ জুন থেকে টানা একমাস ধরে শহরকে জঞ্জাল মুক্ত করতে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে পুরসভার তরফে একটি বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হচ্ছে। কোথাও জঞ্জাল পড়ে থাকলে সংশ্লিষ্ট হোয়াটস অ্যাপ নম্বরে সেই ছবি তুলে পাঠালেন সঙ্গে সঙ্গে সেই জঞ্জাল পরিষ্কার করা হবে।
মেয়র বলেন, অনেক জায়গায় অজ্ঞাত পরিচয় মানুষ নোংরা ফেলে যাচ্ছে। আবার অনেক বেসরকারি অবসান থেকে জঞ্জাল ফেলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারের ফলে নর্দমার জল আটকে যাচ্ছে। এ ব্যাপারে এখন থেকে বাড়তি নজরদারি করবে পুরসভা।
মেয়র বলেন, ইতিমধ্যে ২০ লক্ষ টন পলি পরিষ্কার হয়েছে। তাঁর দাবি, "বর্ষার আগে এবারে যেভাবে পদক্ষেপ করা হয়েছে তাতে স্বাভাবিক বৃষ্টি হলে শহরের কোথাও জল জমবে না। খুব বেশি বৃষ্টি হলে বড়জোর এক ঘণ্টা জল জমতে পারে।"
জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে কোথাও কোনও গাফিলতি প্রমাণিত হলে পুরসভার সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মেয়র। কাজ ঠিক মতো হয়েছে কিনা তা দেখতে চলবে নজরদারিও।
একই সঙ্গে বড়বাজারের ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডের জন্য এদিন সংশ্লিষ্ট হোটেলের মালিক কর্তৃপক্ষকেই দায়ী করেছেন কলকাতার মেয়র। তাঁর কথায়, "জাহাজ ডুবে গেলে ক্যাপ্টেন শেষ পর্যন্ত সকলকে উদ্ধারের চেষ্টা করেন। এক্ষেত্রে ঋতুরাজ হোটেলের মালিকরা আবাসিকদের খবর দেওয়ার পরিবর্তে তাঁরাই আগে পালিয়ে গিয়েছিলেন। তা না হলে এতগুলো মানুষ মারা যেত না।"