শেষ আপডেট: 21st September 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে শুক্রবার ফের পথে নামল নাগরিক সমাজ। মধ্যরাত পর্যন্ত মশাল হাতে মিছিলও হল। এদিনের মিছিলে যোগ দিয়েছিল একাধিক গণ সংগঠন। সেই মিছিলের ব্যানারে বাম নেতা কলতান দাশগুপ্তর ছবি সম্বলিত ব্যানার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
যদিও সিপিএমের তরফে বলা হচ্ছে, 'এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। মানুষ স্বতস্ফূর্তভাবে মিছিলের ব্যানারে কলতানের ছবি রাখলে আমাদের কী করার আছে?'
পাল্টা হিসেবে শাসকদলের নেতা কুণাল ঘোষ বলেন, "এসব মিছিলের নেপথ্যে যে বাম-রাম রয়েছে, তা আমরা আগেই বলেছিলাম। এবার সেটা স্পষ্ট হয়ে গেল।" কটাক্ষের সুরে কুণাল এও বলেন, "দলের ব্যানারে মিছিল করলে একজন মানুষও যাবে না, সিপিএমের হাল এতটাই শোচনীয়। তাই নাগরিকদের ব্যানারে মিছিল করছে!"
ঘটনাচক্রে, আরজি করে ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্র নিয়ে সম্প্রতি একটি অডিও প্রকাশ করেছিলেন কুণাল। ওই ঘটনায় স্বতপ্রণোদিতভাবে তদন্তে নেমে পুলিশ বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে। ইতিমধ্যে আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন কলতান। এরপরই আরজি করের ন্যায় বিচারের মিছিলের ব্যানারে তাঁর ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
এদিন ইএম বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রমে করে মিছিল। বিচারের দাবিতে মিছিলে পা মেলান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের অনেকেই, মিছিলে বাম নেতার ছবি সম্বলিত ব্যানার নিয়ে প্রশ্নও তোলেন।