শেষ আপডেট: 25th September 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতেই তিহাড় জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার ভোরের ফ্লাইটে কলকাতায় পৌঁছে সোজা বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরতেই অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাখঢাক না রেখেই এদিন ‘বীরভূমের বেতাজ বাদশাহকে’ মস্তান বলে কটাক্ষ করেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দু’দিনব্যাপী ধর্নার আয়োজন করেছে কংগ্রেস। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বেই এই কর্মসূচি। এদিন ধর্না মঞ্চ থেকে অনুব্রতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উড়ে আসতেই অধীরের সপাটে জবাব, ‘তৃণমূল কংগ্রেসে যারা যত বড় অপরাধী হবে তাদের তত বড় বড় পোস্ট দেওয়া হবে।’
এদিন অনুব্রতর নাম মুখে উচ্চারণ না করলেও অধীর সাফ জানিয়েছেন, 'ওঁকে সভাপতি পদে রেখে দেওয়া হয়েছিল। পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জেলা সভাপতি পদেই রেখেছেন।’
রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও কেষ্ট ফিরতেই উৎসবের আমেজ বীরভূমে। সেই প্রসঙ্গে এদিন অধীরের জানান, ‘যে রাজ্যে বন্যার কারণে মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন সেখানে বীরভূমের ছবি যথেষ্ট উদ্বেগের।’ অধীর মনে করিয়ে দেন, ‘এত বাড়াবাড়ির কিছু নেই। জামিনে ছাড়া পেয়েছেন উনি। মামলার তদন্ত এখনও চলছে।’
অন্যদিকে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন অধীর। তিনি জানান, রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রান পাঠাতে মাথা খারাপ হওয়ার অবস্থা রাজ্যের, ওদিকে বীরভূমে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ঠিক পৌঁছে যাচ্ছে।
বুধ ও বৃহস্পতিবার ধর্না কর্মসূচির আয়োজন করেছে মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটি। দুপুর ১টা থেকে সন্ধে ৭টা অবধি চলবে ধর্না। প্রথমে জটিলতা হলেও ধর্না কর্মসূচিতে পরে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন ১০০ জন কর্মী সমর্থকদের নিয়ে ধর্না দিতে পারবে কংগ্রেস।