শেষ আপডেট: 5th February 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পরপর বাড়ি হেলে পড়ছে। মূলত বাঘাযতীন, ট্যাংরার ঘটনার পর তো প্রবল আতঙ্কিত মানুষ। এই ইস্যুতে কলকাতা পুরসভায় বিক্ষোভ হয়েছিল। বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাঁদের কর্মসূচিতে ব্যাপক উত্তেজনাও সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসা থেকে সংঘাত, সবই হয়েছে।
এদিন কলকাতার নিউ মার্কেট থানার কাছে কংগ্রেসের কর্মসূচি ছিল। সেখানেই তাঁদের আটকায় পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় নিউ মার্কেট চত্বর। সেখানেই ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তারপর শুরু হয় ধরপাকড়। মূলত কলকাতা পুরসভার সামনেই বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।
'দুর্নীতির আখড়া কেএমসি' লেখা পোস্টার দেখা যায় কংগ্রেসের কর্মসূচিতে। পাশাপাশি তাঁরা এও দাবি করেন, গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি কলকাতার মেয়র। যদি নিতেন তাহলে পরপর বহুতল ভেঙে বা হেলে পড়ার ঘটনা ঘটত না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পুরসভায় কংগ্রেসের কাউন্সিলরকেই ঢুকতে দিচ্ছেন না। মহিলা কর্মীদেরও জোর করে আটকে রাখা হয়েছে।
৩৯ নম্বর ওয়ার্ডের বহুতল প্রসঙ্গে প্রোমোটারের গ্রেফতারির দাবিও তোলা হয়েছে কংগ্রেসের তরফে। তাঁদের বক্তব্য, ৮০ বছর পুরনো বাড়ির ওপর বেআইনিভাবে তিনতলা নির্মাণ করেছিলেন তিনি। পাশাপাশি পুরসভার বিরুদ্ধে টেন্ডার এবং চুক্তি কেলেঙ্কারি নিয়েও অভিযোগ তোলা হয়েছে।
কদিন আগেই বাঘাযতীনের ঘটনা নিয়ে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বর্তমান এবং প্রাক্তন বাম কাউন্সিলররা। প্রতিবাদীরা বিভিন্ন পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি ছিল, যেখানে সেখানে জলাভূমি বুজিয়ে, গাছ কেটে নির্মাণকাজ করা যাবে না। পাশাপাশি দাবি জানানো হয়েছে, হেলে পড়া বাড়ির বাসিন্দাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।