শেষ আপডেট: 28th February 2025 00:05
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) বিচারপতির ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আইনজীবীদের (Lawyers) সংগঠগুলি। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)।
বৃহস্পতিবার কলেজিয়াম কলকাতা হাইকোর্টে পাঁচ নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে। বিবৃতি জারি করে জানিয়েছে, পাঁচ আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর, এবং আইনজীবী ওম নারায়ণ রাইকে বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে কেন্দ্র ছাড়পত্র দিলেই হাইকোর্টে বিচরিপতি হিসাবে নিযুক্ত হবেন এই পাঁচ আইনজীবী।
জানুয়ারি মাসে খবর হয়েছিল, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে দেশের প্রাচীনতম বিচারালয়, কলকাতা হাইকোর্ট। ২০২২–এর পরে এই হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগে ছাড়পত্র দেয়নি কেন্দ্র।
অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্টের কলেজিয়াম কিছু নাম সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকে পাঠালেও সেই তালিকা ঠান্ডাঘরেই বন্দি। এই অবস্থায় ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্যে আইনজীবীরা গণস্বাক্ষর করে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও।