শেষ আপডেট: 4th February 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: ভুটানের রাজা কি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসবেন? বিষয়টি নিয়ে সংশয় রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁর সঙ্গে ভুটানের রাজার কথা হয়েছিল। তিনি আসবেন বলেই জানান। এখন কিছু সমস্যা হয়েছে বলে শুনতে পেয়েছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিতভাবে কোনও মন্তব্য করেননি মমতা।
বুধবার থেকেই শুরু হচ্ছে বাণিজ্য সম্মেলন। তার আগে মঙ্গলবার নবান্নের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এই প্রসঙ্গ উঠলে মমতা বলেন, তিনি জানেন না দিল্লির কোনও সমস্যা আছে কিনা। গত অক্টোবর মাসেই তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি যতদূর জানেন উনি বুধবার সকালেই কলকাতায় আসবেন। মমতা অবশ্য স্পষ্ট বলেন, 'কিন্তু এখন আমি জানতে পারছি দিল্লির সঙ্গে কিছু সমস্যার কথা। তবে পুরোটা জানি না। তাই এখনই এটা নিয়ে বেশি কিছু বলতে পারব না। আমি চাই উনি আসুন। তাহলেই ভারতের সঙ্গে পড়শি দেশগুলির সম্পর্ক আরও উন্নত হবে।'
বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ভুটানের রাজার। এছাড়াও মমতা জানিয়েছেন, প্রতিবার যারা আসেন তাঁদের আসার কথাই রয়েছে। মুকেশ আম্বানি থেকে শুরু করে জিন্দাল সকলেই উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত ২২টি দেশের প্রতিনিধিরা চলে এসেছেন। সব মিলিয়ে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা আসছেন বলেই জানান মুখ্যমন্ত্রী।
সূত্র মারফৎ এও জানা গেছে, বুধবার বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একটি বর্ধমানে দামোদর নদের উপর তৈরি সেতু, অন্যটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত সেতু। বর্ধমানের সেতুর নাম হতে চলেছে ‘শিল্প সেতু’ এবং মুড়িগঙ্গার সেতুর নাম হবে গঙ্গাসাগর।