শেষ আপডেট: 31st October 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ মেতে উঠেছে আলোর উৎসবে। একান্নটি সতীপীঠ তো বটেই বাড়ির পুজো থেকে বারোয়ারি, কালীপুজোর দিনে বিশেষ নজর থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও।
প্রত্যেক বছর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পুজোর তদারকি করেন। ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন মা কালীকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত তিনি।
হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছেন মমতা। সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার সন্ধেবেলা কালী আরাধনার ছবি দেখা গেল। বাড়ির সামনে লেখা রয়েছে 'শুভ দীপাবলি'। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।
কিছুক্ষণ পুজোর সাজসজ্জার কাজ তদারকি করেন। তারপর অতিথি আপ্যায়ন। কালীঘাটের বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বললেন মমতা। থালায় প্রদীপ সাজালেন। প্রথা মেনেই সন্ধের পর থেকে শুরু হয়ে যাবে ভোগ রান্নার আয়োজন। গোটা দিন আজ ব্যস্ততাতেই কাটবে তাঁর।