শেষ আপডেট: 6th March 2025 00:23
দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর লড়াই। আর তা থামাতে গিয়ে জখম হলেন খোদ কাউন্সিলর। বুধবার সন্ধ্যায় এমনই ঘটনার সাক্ষী থাকল রাজাবাজার। উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আমহার্স্ট থানার পুলিশ। আটক করে তিনজনকে।
সূত্রের খবর, সংঘর্ষের সূত্রপাত বুধবার ভরসন্ধ্যায়। রাজবাজারের ১১৩ নম্বর কেশবচন্দ্র স্ট্রিটে। এলাকার একটি বস্তিতে দু'পক্ষের ঝামেলা বাঁধে। একপক্ষের দাবি ছিল এলাকারই কয়েকজন, মহিলা ও বৃদ্ধদের নিয়মিত উত্ত্যক্ত করে। এদিন এর প্রতিবাদ করায় প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়৷ বিষয়টা শেষমেশ মারামারি এবং থানা-পুলিশে গড়ায়। সেই সময়, পুলিশ আসার আগেই মিটমাট করাতে চেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু। তখনই সংঘর্ষের মধ্যে পড়ে জখম হন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধনা বসু বলেন, ‘বুধবার সকালেই গোটা বিষয়টির কথা জানতে পারি। তখনই ওদের সবকিছু মীমাংসার অনুরোধ জানাই। এলাকার বয়স্কদের নিগ্রহ করা হচ্ছিল বলে খবর। সন্ধ্যায় ওই ঝামেলাই নতুন করে দানা বাঁধে। তখন আমি এলাকায় উপস্থিত হই৷ সেই সময় মেটাতে গিয়ে হাতাহাতির মধ্যে পড়ে গায়ে আঘাত লাগে। ধাক্কাধাক্কিতে আমার গায়েও হাত তোলা হয়েছে। আমি দেয়ালে চেপে গেছিলাম। তখন দলের ছেলেরা ও পুলিশ এসে আমায় বের করে আনে।’
ঘটনার পর থানায় অভিযোগ জানানো হয়৷ এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে আমহার্স্ট থানার পুলিশ।