শেষ আপডেট: 6th January 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বেঙ্গালুরুতে ৩ এবং ৮ মাসের শিশুর HMPV-তে আক্রান্ত হওয়ার খবর এসেছে। পরে আহমেদাবাদেও এক ২ মাসের আক্রান্ত হয়েছে বলে জানা যায়। এবার কলকাতা। শহরেও ৬ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে আপাতত সুস্থ রয়েছে।
বেঙ্গালুরুতে যে দুই বাচ্চার শরীরে এই ভাইরাস ধরা পড়েছে তাদের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। সেই কারণে বিষয়টি নিয়ে আরও চিন্তা বেড়েছে কর্নাটক প্রশাসনের। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট বলেছে, এই ভাইরাসের সঙ্গে চিনের যোগ নেই। কলকাতার ঘটনার ক্ষেত্রেও বিষয়টি এমনই তাই অনুমান করা যায়।
হাসপাতাল সূত্রে খবর, মুম্বই নিবাসী ওই শিশু ডিসেম্বরে কলকাতায় এসেছিল বাবা-মার সঙ্গে। তারপরই তার হাঁচি, কাশি, গলা জ্বালার মতো উপসর্গ দেখা দেয়। এরপর ১০-১২ দিন ধরে তার চিকিৎসা চলে। বর্তমানে সে সুস্থ হয়ে মুম্বই ফিরে গেছে বলেই খবর।
বিশেষজ্ঞরা বলছেন, ইনফ্লুয়েঞ্জা, কোভিডের মতো ভাইরাস যেভাবে ছড়ায়, এই ভাইরাসের সংক্রমণও একইভাবে ঘটে। কাশি বা হাঁচির জীবাণু থেকে হোক কিংবা, রোগীর কাছাকাছি আসা, হাত মেলানো, সংক্রামিত জায়গা ছোঁয়া ইত্যাদি। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, HMPV-র অস্তিত্ব আগে থেকেই রয়েছে। এটি কোনও নতুন ভাইরাস নয়। তাই অকারণে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি।
২০০১ সালে প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গেছিল। এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের ক্ষতি করে এবং প্রবলভাবে শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে। বাচ্চা এবং বয়স্ক তো বটেই, যে কোনও বয়সের মানুষকে অল্প সময়ের মধ্যেই কাবু করার ক্ষমতা আছে এর। বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর।