Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Puja Carnival

মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার কথা বলে জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব

দ্রোহের কার্নিভাল’-এর মতো কর্মসূচির কারণে দুর্গাপুজোর কার্নিভালে আসা মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করে প্রশাসন।

মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার কথা বলে জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব

মুখ্যসচিব মনোজ পন্থ

শেষ আপডেট: 13 October 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: সোমবার আইএমএ-সহ চিকিৎসকদের সব সংগঠনকে নবান্নে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। একই দিনে আরও এক চিঠি দিয়ে মঙ্গলবারের ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বললেন মুখ্যসচিব। 

মঙ্গলবার কলকাতার রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। সেদিনই আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ করার ঘোষণা করেছিল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। 

সূত্রের খবর ছিল, কর্মসূচির অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করা হয়েছে। তবে অনুমতি মিলবে না ধরে নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয় রাজনৈতিক মহলে। 

ওই দিন কার্নিভালে আসা মানুষের নিরাপত্তার কথা ভেবেই ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধ করেছেন মুখ্যসচিব। গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ মনে করিয়ে দিয়ে তিনি ওই চিঠিতে লেখেন, 'হাজারে হাজারে মানুষ সেই অনুষ্ঠানে যোগ দেন। বিদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিরাও এই ঐতিহ্যের সাক্ষী হতে আসেন। তাই ‘দ্রোহের কার্নিভাল’-এর মতো কর্মসূচির কারণে দুর্গাপুজোর কার্নিভালে আসা মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।'

প্রসঙ্গত, এর আগে পুজো মণ্ডপে প্রতিবাদী স্লোগান তোলা ৯ জনকে জামিন দেওয়ার সময় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট বলেছিলেন, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সেই কথা উল্লেখ করে দিয়েই 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহার করার কথা জানালেন মনোজ পন্থ। 


ভিডিও স্টোরি