শেষ আপডেট: 17th October 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তাররা আরজি কর ইস্যুতে ধর্মতলায় অনশন করছেন। তাঁদের অভিযোগ, ১০ দফা যে দাবি করা হয়েছে তা মানার সদিচ্ছা নেই সরকারের। নবান্নের তরফে একাধিক বৈঠক করা হলেও তাতে সুরাহা মেলেনি। সূত্রের খবর, এই অবস্থায় বৃহস্পতিবার রাতে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব। তাহলে কি ডাক্তারদের অনশন নিয়ে কোনও আলোচনা হল?
বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, একদিকে পুলিশ দিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকার মুখে সহানুভূতির কথা বলে পুরো বিষয়টাকে 'আইওয়াশ' করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। এর কিছু পরেই জানা গেল মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক হয়েছে তাঁদের। সরকারের নির্দেশ মতো কাজ কতদূর হয়েছে সেটাই জানতে চান মুখ্যমন্ত্রী। এই বৈঠকের পর শুক্রবার মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হতে পারে বলেও খবর। রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রতিনিধিদের ওই বৈঠকে ডাকা হয়েছে।
রাজ্যের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হতে পারছেন না। অনশনে থেকে পরপর ডাক্তাররা অসুস্থ হলেও তাঁরা নিজেদের দাবিতে অনড়। এদিকে তাঁদের আন্দোলনে মানুষের স্বতস্ফূর্ত সমর্থন দেখে আগামী দিনে আরও বড় কর্মসূচির চিন্তাভাবনা নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার থেকে ‘গণস্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচিতে নামেন তাঁরা। সিনিয়র ডাক্তারদের সঙ্গেও আলোচনা জারি রাখছেন সকল প্রতিবাদীরা।
এদিকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তাঁর কথায়, "আশা করব মুখ্যমন্ত্রী আমাদের ১০ দফা দাবি দ্রুত পূরণ করবেন।" এখন দেখার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৃহস্পতিবারের বৈঠকের পর কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা।