শেষ আপডেট: 25th October 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বড়বাজার আর হাওড়ার ব্যবসায়ীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও 'ফিল্ড ভিজিট' করতে বললেন।
বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় দানাকে ঘিরে উৎকণ্ঠার মধ্যেই ভয়াবহ আগুন লেগেছিল কলকাতার বড়বাজারে। এজরা স্ট্রিটে টেরিটি বাজারে একটি কাঠের বাক্সের গুদামের আগুন নেভাতে ঘটনাস্থলে পাঠাতে হয়েছিল দমকলের ১৫ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলের কর্মীদের।
শুক্রবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ওই প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে বড় বাজারের একাংশ ব্যবসায়ীর প্রতি যে তিনি বিরক্ত তাও স্পষ্ট করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "টেরিটি বাজারে যে আগুন লেগেছিল, তাদেরকে বললে আবার তর্ক করে। বড়বাজার এলাকার ব্যবসায়ীদের বলছি, হয় আপনারা ফায়ার কন্ট্রোলের বিষয়ে ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে।"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এমনভাবে রাস্তার উপরে আপনারা গাড়ি রাখছেন, দোকানের জিনিস রাখেছেন যে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না।"
বস্তুত, বড়বাজারে রাস্তা আটকে গাড়ি রেখে মালপত্র ওঠানামা করানো হয় বলে অভিযোগ। অতীতে এনিয়ে একাধিকবার সাধারণ মানুষের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পুলিশের উদ্দেশে মমতা বলেন, "আমি কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে বলছি না, কিন্তু কথা বলতে হবে তো। এই জিনিসটা কলকাতায় আর হাওড়ায় বেশি হয়। রাস্তায় নেমে কাজ করতে হবে। পুলিশকে বলছি, ফিল্ড ভিজিট করে এটা করুন।"
বস্তুত যেখানে আগুন লেগেছিল তার পাশেই ইলেকট্রিকের একটি বাজার রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিত। অন্যদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢোকাতেও বেগ পেতে হয় কর্মীদের। ওই প্রসঙ্গ টেনে পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড যাতে ঢুকতে পারে তার জন্য এসব একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে।"