শেষ আপডেট: 26th January 2025 14:48
দ্য ওয়াল ব্যুরো: ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার তাঁর বার্তায় উঠে এল দেশাত্ববোধক গানের লাইন, "ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো"।
এদিন রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে পূর্ণ মর্যাদায় পালিত হয় সাধারণতন্ত্র দিবস। মুখ্যমন্ত্রী-সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী-আমলা ও প্রশাসনিক আধিকারিকরাও।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।"
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, "আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।"
প্রতি বছরের মতো এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন লোকশিল্পীরা। লোকশিল্পের পুনরুজ্জীবনে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের লোকশিল্পীরা ভাতা পাচ্ছেন এবং অনুষ্ঠানপিছু টাকা দেওয়া হচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জঙ্গলমহল এবং সুন্দরবনের লোকশিল্পীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশও করেন।