শেষ আপডেট: 15th October 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে কার্নিভাল শুরুর কথা জানিয়েছিল রাজ্য।
দুপুর থেকে অবশ্য শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট আগে পৌঁছন কার্নিভাল মঞ্চে।
সঙ্গীত-নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হল কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান। বস্তুত, যে গানটি দিয়ে এদিন অনুুষ্ঠানের সূচনা হল, সেটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশনও হয়। বস্তুত, মমতার লেখা গানটিকে কার্নিভালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি কার্নিভালে উপস্থিত রয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৬ সাল থেকে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা হয়। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে কলকাতার দুর্গা পুজো।
কলকাতার পাশাপাশি এখন জেলাস্তরেও কার্নিভালের আয়োজন করা হচ্ছে। ভিড়ের কারণে অনেকেই সব পুজো মণ্ডপে পৌঁছতে পারেন না। কিন্তু কার্নিভালের মঞ্চে পৌঁছলে এক সঙ্গে সব সেরা প্রতিমাগুলি দেখা যায়। সেকারণেই '১৬ থেকে এই উদ্যোগ রাজ্যের।