শেষ আপডেট: 6th February 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী এইমসে আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলায় মামলাকারীর ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তারপরই ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়।
এক সাধারণ নাগরিক যিনি মামলাকারী, তাঁর কাছে ই-টেন্ডারের কপি কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা ধার্য করে এই মামলা খারিজ করা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
এদিন মামলাকারীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "আপনি কি চান যে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক? একজন সাধারণ এলাকাবাসী হয়ে ই-টেন্ডার সংক্রান্ত নথি পেলেন কী করে?"
শুধু তাই নয় এদিন তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, "মামলাকারীর ঘাড়ে বন্দুক রেখে কেউ পিছন থেকে সেটা চালাচ্ছে।" আদালত আরও উল্লেখ করেছে যে, এইমস হাসপাতাল তৈরির দাবি জানিয়ে অনেক মামলাও হয় হাইকোর্টে।
কল্যাণী এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েও জনস্বার্থ মামলা হয়। গত বছরই তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।