শেষ আপডেট: 2nd January 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' অসুস্থ থাকায় ইতিমধ্যে পিছিয়েছিল চার্জ গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানিতে লাভ হয়নি কোনও। কারণ ইডির মামলায় ফের পিছিয়ে গেছে চার্জ গঠনের প্রক্রিয়া। হাসপাতালে ভর্তি থাকার জন্য 'কাকু' আদালতে আসেননি এদিনও।
গত সোমবার বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু সেদিনই অসুস্থতা বেড়ে যাওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন 'কাকু'। এমনিতেই তিনি অনেক দিন ধরে অসুস্থ বলে দাবি করে আসছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ার কারণে তাঁকে আদালতে হাজিরা করানো যাচ্ছে না বলেই জানানো হয়েছে। সোমবারের মতো বৃহস্পতিবারও তাই ধাক্কা খেল চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি।
বর্তমানে অবশ্য আলিপুরে নয়, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। যদিও সূত্রের খবর, তাঁর হৃদরোগজনিত কোনও অসুস্থতার লক্ষণ মেলেনি। তবে বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট হাসপাতালের থেকে চেয়েছে আদালত। আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের আরও এক অভিযুক্ত তাপস মণ্ডল সম্প্রতি মন্তব্য করেন, 'আমিও তো অসুস্থ। তাও হাজিরা দিয়েছি। কোর্টের তো অবমাননা করতে পারি না।' তাপসের এহেন মন্তব্যকে ওয়াকিবহাল মহল খনিকটা খোঁচা হিসেবেই দেখছে। কারণ দুটো। প্রথমত, এর আগেও একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেননি 'কাকু' এবং দ্বিতীয়ত এই কারণে চার্জ গঠন প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে।