শেষ আপডেট: 24th July 2024 22:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর পরিষেবা আগের থেকে উন্নত করতে আরও বেশি উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু যতই কাজ করা হোক, আত্মহত্যার ঘটনা কম করা যাচ্ছে না। বুধবারও কলকাতা মেট্রোয় এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে কালীঘাট স্টেশনে। তার জন্য দীর্ঘ সময়ে বন্ধ থাকে ট্রেন চলাচল।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার রাত ৯টা ১৩ মিনিটে কালীঘাট মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। ডাউন লাইনে ঝাঁপ দেন তিনি। সেই কারণে ওই লাইনে মেট্রো চলাচল কিছু সময় বন্ধ ছিল। তবে আপ লাইনে মেট্রো স্বাভাবিকভাবেই চলেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, লাইনে ঝাঁপ দেওয়া ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেন সরিয়ে ওই ব্যক্তিকে লাইন থেকে তোলার জন্য কিছুক্ষণ তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এই ঘটনার ফলে অফিস ফেরত যাত্রীরা স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগের মধ্যে পড়েন। লাইনে পরপর মেট্রো দাঁড়িয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হয়।
নতুন লাইনে মেট্রোয় ওঠার আগে দরজার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পুরনো লাইনে এই ব্যবস্থা না থাকায় কোনওভাবেই যেন এমন ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না। যদিও মেট্রো কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে। সিসি ক্যামেরা থেকে শুরু করে, প্ল্যাটফর্মের দুই দিকে নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। কিন্তু আত্মহত্যার ঘটনার সংখ্যা কমানো যায়নি।