শেষ আপডেট: 20 February 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সাউথ সিটি মলে বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ মহড়া চালাল পুলিশ। ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডসহ বিশাল পুলিশ বাহিনী অংশ নেয় এই মক ড্রিলে। কয়েক ঘণ্টার জন্য শপিং মলটি বন্ধ রাখা হয়। জঙ্গি হামলার মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ।
এটাই প্রথম নয়, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে কলকাতা মেট্রোরেলে হয়েছিল একপ্রস্ত 'মক ড্রিল'। মেট্রোরেল শহরবাসীর পরিবহণের লাইফলাইন। তাই সেই গণপরিবহণ মাধ্যমকে সুরক্ষিত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ন্য়াশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির কমান্ডোরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহড়া দিয়েছিল।
তার আগে একই অবস্থা দেখা গিয়েছিল ভিক্টোরিয়াতেও। কলকাতার এক ঐতিহাসিক স্থান, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ২০২৪-এর নভেম্বরে হঠাৎই উত্তেজনায় ভরে উঠেছিল সেই জায়গা। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল, সেখানে কোনও জঙ্গি আক্রমণ বা বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই সবকিছুর পিছনে ছিল একটি পরিকল্পিত মহড়া, যা সেনা, নেভি, এবং সিআইএসএফ যৌথভাবে আয়োজন করেছিল।