Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রকইরানের বুকে বিস্ফোরক ড্রোনের ঘাঁটি গড়েছিল মোসাদ, ইজরায়েলি চর সংস্থার কৃতিত্বের খতিয়ানসুরের ম্যাজিশিয়ান প্রীতমের জন্মদিনে ফিরে দেখা তাঁর সংগীত সফর এবং অজানা অধ্যায়
CGO Complex Abhijaan

সঞ্জয় ছাড়া বাকি অভিযুক্তরা কেন আড়ালে? সিজিও কমপ্লেক্স অভিযানে প্রশ্ন ডাক্তার-নার্সদের

সাত মাস পেরিয়েছে, অথচ এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি সিবিআই। 'আর কবে?' প্রশ্ন তুলে আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক ও নার্সদের।

সঞ্জয় ছাড়া বাকি অভিযুক্তরা কেন আড়ালে? সিজিও কমপ্লেক্স অভিযানে প্রশ্ন ডাক্তার-নার্সদের

ডাক্তার-নার্সদের বিক্ষোভ

শেষ আপডেট: 24 March 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: সাত মাস পেরিয়েছে, অথচ এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি সিবিআই (CBI)। 'আর কবে?' প্রশ্ন তুলে আরজি কর (RG Kar Case) কাণ্ডে সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযান চিকিৎসক ও নার্সদের। যার জেরে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা চত্বর। রয়েছে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা।

আরজি কর মামলায় সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার।যে কারণে আদালতের দ্বারস্থ হন তাঁরা। পরে সুপ্রিম কোর্টের অনুমতিসাপেক্ষে গত বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা।

সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশে, আজ আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার আগে আগেই মেডিক্যাল সার্ভিস সেন্টার, ডক্টরস ফোরাম এবং নার্স ইউনিটি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয়। সিবিআই দফতরে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপিও জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বস্তুত, আরজি কর-কাণ্ডে কি একজনই জড়িত? না কি আরও কেউ জড়িত ছিলেন? আরজি করের ঘটনায় আরও তদন্ত চেয়ে আবেদনের শুনানিতে সেই প্রশ্নই উঠে এল কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার এই মামলার শুনানিতে জানান, এই ঘটনায় ইতিমধ্যে এক জন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু অভিযুক্ত কি একাই ছিলেন, না কি আরও কেউ ছিলেন? সেই প্রশ্ন তোলেন বিচারপতি ঘোষ।

আরজি করের ঘটনা কি গণধর্ষণ, না কি নয়, তাও আদালতকে স্পষ্ট করে জানাতে হবে সিবিআইকে। পাশাপাশি একগুচ্ছ প্রশ্ন রেখে তার উত্তর চেয়ে কেস ডায়েরিও জমা দিতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২৮ মার্চ দুপুর সাড়ে ৩টে নাগাদ মামলার পরবর্তী শুনানি রয়েছে। 


ভিডিও স্টোরি