শেষ আপডেট: 8th March 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতিদের ঘাটতি রয়েছে বলে উষ্মা প্রকাশ করছিল আইনজীবী সংগঠনগুলি। বেশ কিছু সময় ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলেছে। অবশেষে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium) সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত নিল। কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনকে নিযুক্ত করা হচ্ছে।
দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগের জন্য পাঁচজনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁরা ছিলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর, এবং আইনজীবী ওম নারায়ণ রাই। এঁদের মধ্যে তিনজনকে বেছে নেওয়া হয়েছে হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে। তাঁরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই।
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়োগের বিষয়টি জানিয়েছেন। বলেন, সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজন আইনজীবীর নাম সুপারিশ করার পর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সিগন্যাল দিয়েছে। এঁরাই কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
গত জানুয়ারি মাসে খবর হয়েছিল, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে পৌঁছে গেছে কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের পরে এই হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এই অবস্থায় ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্যে আইনজীবীরা গণস্বাক্ষর করে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও। তারপরই এল এই খবর।