শেষ আপডেট: 13th September 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে শুক্রবার দুপুরেই সিবিআইয়ের একটি দল আরজি কর মেডিক্যাল কলেজে যায়। এবার সেখানেই মৃত চিকিৎসকের পরিবারকে হাসপাতালে নিয়ে গেল সিবিআই।
শুক্রবার দুপুরে আরজি কর হাসপাতালে গিয়ে সিবিআই-এর তদন্তকারীরা যে বিল্ডিংয়ে অধ্যক্ষ বসেন সেখানে অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যান। অন্যান্য জায়গাও ঘুরে দেখেন তাঁরা। এর আগে একাধিকবার হাসপাতালে এসে থ্রিডি ম্যাপিংও করা হয়।
এ দিনই বিকেলে নির্যাতিতার পরিবারকে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন মৃত মহিলা চিকিৎসকের বাবা-মা। প্রশ্ন উঠেছিল চাদরের রং, তথ্য প্রমাণ লোপাট নিয়েও।
মনে করা হচ্ছে, ঘটনার দিন তাঁরা যা দেখেছিলেন, কোথায় কোথায় কারা কারা ছিলেন সে সব খতিয়ে দেখতেই তাঁদের নিয়ে যাওয়া হয়েছে।
নির্যাতিতার দেহ উদ্ধারের দিনের ঘটনাক্রম তুলে ধরে হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার। কখনও ময়নাতদন্ত, কখনও টাকার অফার, কখনও দ্রুত দেহ সৎকারের জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা।