শেষ আপডেট: 17th September 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সিবিআই আগেই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এবার সেই থানারই অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে তলব করল তাঁরা। সূত্রের খবর, আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে গেছেন পল্লব।
মঙ্গলবারই শিয়ালদহ কোর্টে শুনানি ছিল আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। তাঁদের আদালতে নিজে যাওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয় আদালত চত্বরে। সন্দীপ এবং অভিজিৎকে ঘিরে চলে স্লোগান। প্রিজন ভ্যানে সন্দীপ ঘোষ থাকাকালীন মারা হয় চটি দিয়ে। এদিকে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআইয়ের দাবি, টালা থানার অধীনেই রয়েছে আরজি কর হাসপাতাল। ঘটনার সময় তিনি টালা থানার ওসি পদে কর্তব্যরত ছিলেন। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, টালবাহানার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
অভিজিৎ মন্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের আবার দাবি, তাঁর স্বামী নির্দোষ। আরজি করে পড়ুয়া-ডাক্তাকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে উনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দিনরাত এক করে কাজ করেছেন। টালা থানার ওসির সমর্থনে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসাররাও তাঁর বাড়িতে গেছিলেন।
সোমবারই অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে সার্ভে পার্কের দেবযানী এনক্লেভে যান অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। পরিবারের পাশে থাকার পাশাপাশি অভিজিতের স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।