শেষ আপডেট: 19th September 2024 10:26
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে এবার সিবিআই অফিসে ডাক পড়ল বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এর আগেও একবার সিবিআই ডেকেছিল তাঁকে, তবে রাজনৈতিক কর্মসূচির কারণে হাজিরা দেননি তিনি। তবে দ্বিতীয়বার তলবের পরে আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও-তে সিবিআই দফতরে যাবেন মীনাক্ষী।
সিবিআই সূত্রের খবর, আরজি করে খুনের পাশাপাশি উঠে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই সঙ্গে ১৪ অগস্ট প্রতিবাদ জমায়েত চলাকালীন আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। মূলত সেই নিয়ে কথা বলার জন্যই ডাকা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
প্রসঙ্গত, ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষিত দেহ উদ্ধার হওয়ার পরে, প্রতিবাদ কর্মসূচি হিসেবে ১৪ অগস্ট প্রথম ‘রাত দখলের’ ডাক দেওয়া হয়েছিল কলকাতায়। শহরের তথা রাজ্যের নানা জায়গায় গভীর রাতে চলে মিছিল, জমায়েত। আরজি করের সামনেও ছিল বহু প্রতিবাদীর ভিড়। মীনাক্ষীর নেতৃত্বে বামেরাও ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এমনই সময়ে আচমকা একদল দুষ্কৃতী এসে হামলা চালায় আরজি করে। ভাঙচুর করা হয় হাসপাতাল। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই প্রশ্ন ওঠে, ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল আরজি করে। সেদিন ওই সময়ে ঘটনাস্থলে ছিলেন মীনাক্ষী। তাই ওই রাতে ঠিক কী হয়েছিল, তা জানার জন্যই নেত্রীকে ডেকেছেন সিবিআই আধিকারিকরা।