শেষ আপডেট: 28th March 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় (RG Kar Case) কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট (Status Report) জমা দিল সিবিআই (CBI)। সেই রিপোর্ট দিয়ে তাঁরা জানিয়েছে, নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। তবে এরা কোন তিনজন, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
নির্যাতিতার পরিবার অনেক আগে থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তাঁদের বক্তব্য ছিল, সিবিআই ঢিলেমি দিচ্ছে, আসল দোষীদের ধরতে চাইছে না। এর জন্য নতুন করে তদন্ত শুরু করার আর্জিও তাঁরা জানান। এদিনও স্ট্যাটাস রিপোর্ট জমার পর আদালতে নির্যাতিতার বাবা বলেন, 'এতদিন মাস ধরে যা হওয়ার সেটাই হচ্ছে না।' এই কথা শুনে বিচারপতি তাঁকে ধৈর্য ধরতে বলেন।
হাইকোর্টের বিচারপতির কথায়, রাতারাতি কিছু হবে না। সময় দিতেই হবে। নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বলেন, 'সিবিআই স্ট্যাটাস রিপোর্টে তদন্তের অগ্রগতির উল্লেখ আছে। তাই নিজেদের ব্রাত্য ভাবার কোনও কারণ নেই।' এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আদালতে হাজিরা না দেওয়ার ইস্যুতে। কী দাবি তাঁর?
জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য, তাঁরা হাজিরা দিচ্ছেন না। এই অভিযোগ শুনে বিচারপতি জানান, আগামী ১৬ এপ্রিল আদালতে হাজির হতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে, আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।