শেষ আপডেট: 28th January 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। স্পষ্ট বলা হয়েছে, দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হবে।
আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলির দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় প্রথম থেকেই তদন্ত করছে সিবিআই। ইডিও আলাদা করে তদন্ত শুরু করে। সম্প্রতি ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে তাঁরা। তবে ইডির তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'ইডি যথাসময়ে মামলার চার্জশিট দিতে পারে না। এই মুহূর্তে আদালতের এই মামলায় আর কিছু করার নেই।' তবে নিম্ন আদালতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি।
নিম্ন আদালতে পরবর্তী শুনানির আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত বছর ২৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। পরে সুপ্রিম কোর্ট তাতে শীলমোহর দেয়। এরপর গত ২৯ নভেম্বর চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। কিন্তু ইডি এখনও চার্জশিট দাখিল করতে না পারায় উষ্মা প্রকাশ করেছে আদালত।
ইডি অবশ্য জানিয়েছে, ইতিমধ্যে ২২ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিকে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য সোমবারই কনসেন্ট পেয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে বিচারপ্রক্রিয়া শুরু হতে বাধা নেই।
আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পরে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজন মূল মামলাতেও গ্রেফতার হন। তবে সেই মামলায় তাঁরা জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপরা।