শেষ আপডেট: 28th October 2024 21:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পার্টি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সন্দীপের কোন অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, সিবিআইকে সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি শুভেন্দু সামন্তর।
সোমবার হাইকোর্টে সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, সন্দীপ ঘোষকে সিবিআই আর্থিক দূর্নীতির মামলায় গ্রেফতার করেছিল। মামলা চালানোর পাশাপাশি তাঁর সংসার চালাতে অসুবিধা হচ্ছে এমন অভিযোগ করেই ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু আরজি করের প্রাক্তন অধ্যক্ষের অভিযোগ, প্রেসিডেন্সি জেল কতৃপক্ষ কোনওভাবেই সহযোগিতা করছে না।
আরজি করে দুর্নীতি মামলায় সন্দীপ গ্রেফতার হওয়ার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপরই পারিবার ও অনান্য খরচ চালাতে স্টেট ব্যাঙ্কের কয়েকটি ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
এদিন ব্যাঙ্কের তরফে আইনজীবী দেবাশিস সাহা বলেন, সম্প্রতি সিবিআই সন্দীপ ঘোষের একটি লকার সিজ হয়েছে বলে ব্যাঙ্কের কাছে খবর এসেছে। কিন্তু সিবিআইকে এই মামলায় পার্টি করা হয়নি। পাল্টা সন্দীপের আইনজীবী বলেন, মূল অ্যাকাউন্ট নয়, একটি লকার সিজ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
দু’পক্ষের কথা শোনার পর বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে পার্টি করার কথা বলেন মামলাকারীর আইনজীবীকে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।