শেষ আপডেট: 30th August 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১৫ দিন ধরে সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন তিনি। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এদিন সিবিআই-এর একটি অন্য দল ফের আরজি করে গেছে। না, সেমিনার রুম বা মর্গে নয়, তাঁরা পৌঁছয় অধ্যক্ষের দফতরেই।
তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলার তদন্তও করছে সিবিআই। সেই সূত্রেই বৃহস্পতিবার হাসপাতালের মর্গে অনুসন্ধান করতে গেছিলেন কয়েকজন আধিকারিক। শুক্রবার সিবিআই গেল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দফতরে। এই অভিযানও দুর্নীতি তদন্তের জন্যই বলে অনুমান করা হচ্ছে। এর আগে জরুরি বিভাগের ভবনে এসেও অনুসন্ধান চালিয়েছে সিবিআই।
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে শুধু সন্দীপ ঘোষ জড়িত এমন অভিযোগ নেই। বরং হাসপাতালের জৈব বর্জ্য নিয়েও দুর্নীতি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মর্গ থেকে মৃতদেহ নিয়ে বেআইনি কাজ করেছেন তিনি এমনও গুঞ্জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোম যিনি আরজি করেরই ফরেন্সিক শিক্ষক। তাঁকেও একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
আরজি কর কাণ্ডের পরই সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হয় জুনিয়র ডাক্তাররা। সন্দীপ নিজের পদত্যাগ করেন ঠিকই কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্ট নির্দেশ দেয়, সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাতে হবে রাজ্যকে। এরপর থেকেই কার্যত সিবিআই দফতরে রোজ যেতে হচ্ছে সন্দীপকে। এই কদিনে অন্তত ১০০ ঘণ্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছে সিবিআই।