শেষ আপডেট: 4th January 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে অনুমোদন দিল রাজভবন। চার্জশিট সিবিআইয়ের তরফে রাজ্যপালের কাছে পাঠানো হলে তাতে অনুমোদন দেন তিনি। অনুমোদন পাওয়ার পর সেই চার্জশিটের কপি আদালতে জমাও দিয়েছে সিবিআই। নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই দুর্নীতি মামলায় গ্রেফতারের ৮৮ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তর বিরুদ্ধে আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিটে পার্থকেই নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর ১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকেই গ্রেফতার করেছিল সিবিআই।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর হওয়ায় মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই বেঞ্চেও পার্থর জামিন মামলাটি ঝুলে রয়েছে।
অন্যদিকে ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার মধ্যে সিবিআইয়ের এই চার্জশিট এবং তাতে রাজ্যপালের অনুমোদন পাওয়া তাঁর যে আরও স্নায়ুর চাপ বাড়াল তা স্পষ্ট।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পরে আরও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে কয়েকজন জামিনে মুক্ত। মোট ৫৪ জনের নামে অভিযোগ রয়েছে।