শেষ আপডেট: 24th October 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে কীভাবে নিয়োগ? রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নোটিস পাঠিয়ে দ্রুত জবাব তলব করল সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার ডিএসপি মলয় দাস মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে ইমেল পাঠিয়েছেন বলে খবর।
ইমেলে সিবিআইয়ের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত পুরসভাগুলিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্থায়ী পদে যে নিয়োগ হয়েছে, তা কোন পদ্ধতিতে কীভাবে হয়েছে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি পুরসভাগুলির থেকে দ্রুত নিয়োগ সংক্রান্ত তথ্যের কপি চেয়ে পাঠানো হয়েছে।
অন্যদিকে ২০১৫ সাল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ঠিক কতজনকে নিয়োগ করা হয়েছে, তাও জানতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা নিয়োগ প্রক্রিয়ায় হাত রয়েছে মেজারস এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার। নিয়োগ প্রক্রিয়ায় ওই সংস্থার ভূমিকা কী তাও জানতে চাওয়া হয়েছে বলে খবর। এছাড়া পুরসভাগুলি থেকে এমইডিকে কোনও প্রোপোসড লেটার দেওয়া হয়েছিল কি না? দিলেও এমইডির ভূমিকা কেমন ছিল তাও জানতে চাওয়া হয়েছে।
পুরসভাগুলিকে আগামী ২৫ শে অক্টোবর সকাল ১১টার মধ্যে এমইডি দফতরে তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে সেই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য হাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী দলের৷ এরপরই পুরসভাগুলিকে নোটিস পাঠিয়ে জবাব তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।