Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
RG Kar Corruption Case

আরজি কর দুর্নীতি মামলা: আগামীকালই চার্জ গঠনের নির্দেশ আদালতের

অভিযুক্তদের আইনজীবীরা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছে আদালত।

আরজি কর দুর্নীতি মামলা: আগামীকালই চার্জ গঠনের নির্দেশ আদালতের

ফাইল ছবি

শেষ আপডেট: 4 February 2025 09:22

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল আলিপুরের সিবিআই-এর বিশেষ আদালত। আগামীকাল অর্থাৎ বুধবারই চার্জ গঠন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবীরা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। তবে তা খারিজ করে দিয়েছে আদালত। স্পষ্ট বলা হয়েছে, বুধবারই চার্জ গঠন করতে হবে। 

গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। 

উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মনে করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, বুধবারই কেন্দ্রীয় সংস্থাকে এই মামলায় চার্জ গঠন করতে হবে। 

গত বছরের ২৯ নভেম্বর এই দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তবে অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। আদালত সূত্রের খবর, এ বিষয়ে রাজ্য প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দিয়েছিল। অথচ সিবিআই তা আদালতকে জানায়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল।

এদিকে, কেন রাজ্য চার্জ গঠনের অনুমতি দেওয়া সত্ত্বেও আদালতকে তা জানানো হল না, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে শোকজ করেছিলেন আলিপুর আদালতের বিচারক। পরে সাতদিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত। 


ভিডিও স্টোরি