শেষ আপডেট: 16th September 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে স্বামীর আচার আচরণে কী কী পরিবর্তন এসেছে, জানতে এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে তলব করল সিবিআই। শনিবার রাতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এবার তলব করা হল তাঁর স্ত্রীকেও। সোমবার দুপুরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ডাকা হয়েছে অভিজিতের আইনজীবীকে শঙ্খজিৎ মিত্রকেও।
শিয়ালদহ আদালতে পেশ করা হলে অভিজিৎকে তিন দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। হেফাজতে পাওয়ার পরেই তাঁকে জেরা শুরু করেন গোয়েন্দারা। রবিবারই সিবিআই-এর তরফে আইনজীবী আদালতে সওয়াল করে বলেছিলেন, "পুলিশ হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি ওসি। পদ্ধতি সম্পর্কে ভালো করে জানা সত্ত্বেও দায়িত্ব পালন করেননি। ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল, ততটা থাকেননি। ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট হয়েছে। অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে।”
সোমবার সকালে জানা যায় অভিজিতের স্ত্রীকে তলব করা হয়েছে। সূত্রের খবর, ঘটনার পর অভিজিৎ বাড়িতে কিছু জানিয়েছিলেন কিনা তদন্তকারীরা তা জানতে চাইছেন। অভিজিতের স্ত্রীর সঙ্গে কথা বলেই তাঁরা নিশ্চিত হতে চান ঘটনার পর থেকে তাঁর আচরণে কোনও রকম অস্বাভাবিকতা স্ত্রীর চোখে ধরা পড়েছে কিনা বা তাঁকে দেখে স্ত্রী-র সন্দেহজনক কিছু মনে হয়েছে কিনাষ। এই ক’দিনের মধ্যে অভিজিৎ কাদের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করেছেন, সেটাও তাঁর স্ত্রীর থেকে জানতে চাইবেন গোয়েন্দারা।
এদিন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ডেকে পাঠিয়েছে অভিজিতের আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও। রবিবার শিয়ালদহ বার কাউন্সিলের কোনও আইনজীবী লড়তে চাননি তাঁর হয়ে। বাইরে থেকে আসা আইনজীবী শঙ্খজিৎ মিত্র আদালতে সওয়াল করে বলেছিলেন, তাঁর মক্কেলকে ৬বার নোটিস দেওয়া হয়েছিল। প্রত্যেকবার গিয়েছেন তিনি। এরপরেও কেন তাঁকে গ্রেফতার করা হল সেই প্রশ্ন তোলেন তিনি। এই নিয়েই সিবিআইয়ের গোয়েন্দারা আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর।