আরজি কর ও সিবিআই
শেষ আপডেট: 6th January 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে (RG Kar Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়েছিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এবার তথ্যপ্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র ও ধামাচাপা দেওয়ার মতো অভিযোগ নিয়ে তদন্ত করা হবে। এর জন্য ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা।
শনিবারই আদালতে সিবিআই জানিয়েছিল, ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারলেও, ধর্ষণ-খুনের তদন্ত এখনও শেষ হয়নি।
সেই কারণে আরও ৯০ দিন অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছিল সিবিআই। বলেছিল সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও অভিজিৎ মণ্ডলকে (Avijit Mondal) ফের জেরা করতে চায়। যদিও আদালত জানিয়ে দিয়েছে, যখন এখনও চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি, তখন এই আবেদন প্রয়োজন নেই।
অন্যদিকে, শনিবারই শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবার পিটিশন দাখিল করেন। আদালতে নির্যাতিতার বাবা-মা নতুন করে তদন্তের আবেদন জানান।
এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাঁরা। আদালত জানিয়েছিল নিম্ন আদালতের উপর ভরসা রাখতে হবে। এরপর শনিবার নতুন করে ফের তদন্ত চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানালেন নির্যাতিতার বাবা-মা।
আইনজীবী ও পুলিশ মহলের একাংশের প্রশ্ন, আরজি করের ধর্ষণ-খুনের ঘটনায় এফআইআর একটিই। বর্তমান পরিস্থিতিতে সঞ্জয় দোষী সাব্যস্ত হলে দ্রুত তাঁর সাজা ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে এই মামলায় অভিজিৎ ও সন্দীপের ভবিষ্যৎ কী? একই মামলায় কি আলাদা আলাদা সাজা হবে? ধর্ষণ-খুনের তদন্তে অভিজিৎ-সন্দীপের বিরুদ্ধে ৯০ দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারেনি সিবিআই। ধৃতদের রিমান্ডেও চায়নি তারা। ফলে দু'জনেই গত ১৩ ডিসেম্বর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়ে যান।
এ ব্যাপারে অবশ্য সিবিআই-এর এক আধিকারিক খোলসা করে জানান, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যদি ৯০ দিনে তদন্ত শেষ না হয়, তবে আদালতে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করাই যায়। যেহেতু তদন্ত এখনও চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি, তাই সমস্ত টেকনিক্যাল দিক খেয়াল রেখে সিবিআই এই আবেদন করেছিল।