শেষ আপডেট: 29th May 2024 07:20
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করল সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার তাঁকে নোটিস পাঠিয়ে বুধবারই হাজিরা দিতে বলা হয়েছে। তবে আদৌ তিনি এবার হাজিরা দেবেন কিনা, তা স্পষ্ট নয়।
গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর তাঁকে দু'বার তলব করা হয়েছিল। সেই দু'বারই তিনি অবশ্য তলবে সাড়া দিয়েছিলেন। জানিয়েছিলেন, একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা। তবে এটাও স্পষ্ট করেছিলেন, যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতাই ছিল না।
দেবরাজের সঙ্গেই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত। তিনিও দেবরাজের মতো তদন্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, গত দুটি তলবে দেবরাজের থেকে কিছু নথি চেয়েছিল সিবিআই। সেগুলি তিনি ইতিমধ্যেই জমা করেছেন। তবে এবার তলব করে ঠিক কোন বিষয়ে জানতে চাইবে গোয়েন্দা আধিকারিকরা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
গত দুটি তলবের সময়ে কোনও নির্বাচন ছিল না। কিন্তু এখন লোকসভা ভোটের মাঝেই আবার দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে সিবিআই। তাই এই ভোটের মধ্যে তাঁর তলবে সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এমনিতেই মঙ্গলবার শহরে নতুন করে ইডির অভিযান হয়েছে। যদিও তার সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক নেই বলেই জানা গেছে। তাও ভোটের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জল্পনা বাড়ছে।