শেষ আপডেট: 14th January 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলার রায়দান হবে আগামী ১৮ জানুয়ারি। সিবিআই মূল এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবার সহ বাকি অনেকের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত, তাঁদের আড়াল করা হয়েছে। পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে।
পুলিশ অবশ্য এই কর্মসূচিতে সায় দেয়নি। তাঁদের তরফে রাত দখলের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।
কলকাতায় ফের রাত দখলের ডাক দিয়েছে 'রাত দখল ঐক্য মঞ্চ'। কিন্তু পুলিশের তরফে অনুমতি না মেলায় তাঁরা আদালতে গেছেন এই কর্মসূচির অনুমতি পেতে। তাঁদের মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
যারা এই কর্মসূচির ডাক দিয়েছেন তাঁদের বক্তব্য, নিম্ন আদালতে সাজা ঘোষণা দিন স্থির হয়ে গেছে ঠিকই, কিন্তু তারপরেও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। সেই উত্তরের দাবিতেই রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। আগামী ১৬ জানুয়ারি রানি রাসমণি এভিনিউয়ে 'রাত দখল' করতে চান তাঁরা।
গত বছরের ৮ আগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। তদন্তে নেমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে তদন্তভার হাতে নিয়ে ওই ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। যে নৃশংস ঘটনা ঘটেছে তা যে একজনের পক্ষে করা সম্ভব সে দাবিও ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে।
রিপোর্টের প্রেক্ষিতেই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই। আগামী শনিবার দুপুর ২টোয় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করার কথা শিয়ালদহ আদালতের। সেই রায়ের অপেক্ষায় গোটা বাংলা এবং আন্দোলনকারীরা।