শেষ আপডেট: 7th December 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ২০ নম্বর কবি মুকুন্দ দাস রোডে একটি রবার কারখানা রয়েছে। ওই ফ্যাক্টরি সংলগ্ন কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। সেই জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কারখানার মালিক। এই ইস্যুতে কড়া নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারীর অভিযোগ, ২০২৩ সালের ৮ জানুয়ারি তাঁর কারখানায় দু’জনেক নিয়ে চড়াও হন স্থানীয় কাউন্সিলর বিউটি হালদারের স্বামী বিপ্লব হালদার। তারা ওই জমিটি দাবি করে। রাজি না হওয়ায় তাঁকে অনবরত হুমকি দেওয়া হয় বলেও দাবি মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর। ঘটনাটিকে কেন্দ্র করে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, প্রায় দু’বছর কেটে গেলেও ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই কলকাতা হাইকোর্টে যান তিনি।
শুক্রবার এই মামলার শুনানিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পুলিশকে নির্দেশ, কোনও রাজনৈতিক প্রভাব থাকলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ওই ব্যক্তি যাতে কারখানায় প্রবেশ করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা করতে হবে।
জমির মালিক দাবি করেছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখন কারখানাতেই ঢুকতে পারছেন না তিনি। কাউন্সিলর ও তাঁর সহযোগীরাই বাধা দিচ্ছেন। এই শুনেই বিচারপতি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, তাঁদের ভূমিকায় ক্ষোভ প্রকাশও করেন।