শেষ আপডেট: 6th November 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচিতে যোগ দিতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় উপস্থিত ছিলেন দলীয় নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অমিত শাহের সামনেই তিনি বক্তব্য রেখেছিলেন। তবে অভিযোগ উঠেছে, ওই মঞ্চ থেকেই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। সেই প্রেক্ষিতে মিঠুনের বিরুদ্ধে কলকাতা পুলিশে মামলা দায়ের হয়েছে।
লালবাজার সূত্রে খবর, বৌবাজার থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তিনি বিজেপির একটি সভা থেকে এমন মন্তব্য করেছেন তা উস্কানিমূলক। এর জন্য তাঁর বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে। যদিও কে এই অভিযোগ দায়ের করেছে তা জানায়নি পুলিশ। মনে করা হচ্ছে, নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে।
লোকসভা ভোটের প্রচারের সময় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর বিরুদ্ধে বিজেপি হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছিল সেই মন্তব্যের জন্য। সম্প্রতি অমিত শাহের সামনেই সভামঞ্চ থেকে সেই ইস্যুতে মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, এখানকার এক নেতা কোনও সম্প্রদায়কে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তিনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী কিছু বলবেন, কিন্তু বলেননি। তবে তাঁরা যা করার তাই করবেন। এমন কেউ কিছু করতে গেলে তাঁকেই মাটিতে পুঁতে দেবেন!
মিঠুনের আরও বক্তব্য ছিল, তিনি রক্তের রাজনীতি দেখেছেন, এখন রাজনীতি করছেন। তাই কে কী করতে পারেন সেটা তাঁর জানা আছে। সাধারণ মানুষ পাশে থাকলে সব লড়াই তাঁরা জিতবেন। পুলিশ সূত্রে খবর, হুমায়ন কবীরের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে অভিনেতা যে মন্তব্য করেছেন, তারই প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। যদিও মিঠুনের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে পুলিশ, আদতে কোনও পদক্ষেপ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।