Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?দেশ-বিদেশের সিজলার তাও আবার পুরোপুরি ভেজ, কোথায় পাবেন জেনে নিনক্ষুদিরাম হলেন সিং, বারীন্দ্রকুমারও অবাঙালি! ‘কেশরী ২’কে ঘিরে এফআইআর, রাস্তায় বাংলাপক্ষওপ্রাক্তন সাংসদকে জাত তুলে গালাগাল! শিক্ষক দম্পতিকে জেলের সাজা শোনাল আদালতমহেশতলার 'আক্রান্ত'দের নিয়ে রাজভবনে সুকান্ত মজুমদারইজরায়েলে গবেষণারত ছেলের জন্য খড়দহের বাড়িতে উদ্বেগপ্রফুল্ল রায়ের 'দেশ'-এর হাত ধরেই অভিষেকের বাংলায় ডেবিউ, জয়ার কামব্যাক, স্মৃতিচারণে রাজা সেন শিলাবতীর জলে ভাসল সিমলাপাল সেতু, বিচ্ছিন্ন বাঁকুড়া ও ঝাড়গ্রামHilsa Fish: নকলের ভিড়ে কীভাবে চিনবেন আসল ইলিশ? রইল সহজ ৭টি টিপসকাশ্মীরের শরীরে কাহিনি লেখেন, মুছেও দেন! বিপরীত মেরুতে থেকেও একই সুতোয় বাঁধা বশির আর হাসান
Kolkata High Court

Kolkata High Court: ছেলে-বউমার আইনি বিচ্ছেদে বাড়িছাড়া বৃদ্ধা, মাথার ছাদ ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট

ছেলে আর ছেলের বউয়ের আইনি বিচ্ছেদের (Divorce) জটিলতায় বাড়িছাড়া হয়েছিলেন বৃদ্ধা (Old Woman)। শেষ পর্যন্ত তাঁর ঘরের ফেরার ব্যবস্থা করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মাথার ছাদ ফিরে পেতে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

Kolkata High Court: ছেলে-বউমার আইনি বিচ্ছেদে বাড়িছাড়া বৃদ্ধা, মাথার ছাদ ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 13 May 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: ছেলে আর ছেলের বউয়ের আইনি বিচ্ছেদের (Divorce) জটিলতায় বাড়িছাড়া হয়েছিলেন বৃদ্ধা (Old Woman)। শেষ পর্যন্ত তাঁর ঘরের ফেরার ব্যবস্থা করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মাথার ছাদ ফিরে পেতে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বৃদ্ধার করা মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নির্দেশ দেন, বৃদ্ধাকে তাঁর নিজের বাড়িতে থাকতে দিতে হবে। মহিলার ছেলের বউকে সাবধান করে দিয়ে বিচারপতি জানান, যদি আদালতের নির্দেশ না মানা হয়, তাহলে ভবিষ্যতে তাঁকেই বাড়ি থেকে উৎখাতের নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট।

এর আগেও এমন অনেকেই বিভিন্ন সময় পারিবারিক অশান্তির জেরে বাড়িছাড়া হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের সকলকেই আদালত মাথার ছাদ ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সন্তানদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দিয়েছে।

এই মামলায় আদালতে বৃদ্ধার আইনজীবী জানান, তাঁর মক্কেলের ছেলে এবং বউমার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এমন পরিস্থিতিতে তাঁর পুত্রবধূ এলাকার কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে বাড়ি দখল নেন। দরজা, রান্নাঘর, বাথরুম, ফ্রিজ, আলমারিতে তালা ঝুলিয়ে অপদস্থ করেন।

শুধু তাই নয়, শাশুড়িকে উচিত শিক্ষা দিতে ঘরের মধ্যে তীব্র আওয়াজের সাইরেন লাগিয়ে দেন। যদিও অভিযুক্ত পুত্রবধু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের সম্পূর্ণ অধিকার রয়েছে ওই বাড়িতে থাকার। সন্তানকে নিয়ে মধ্যস্থতার মাধ্যমে শ্বশুরবাড়িতেই থাকতে চান তিনি।

দু'পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা পুত্রবধূর আইনজীবীর উদ্দেশে বলেন, "শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন আপনারা। আপনার মক্কেল শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করেছেন সবটাই আপনার সন্তান শিখছে। একি ঘটনা সেও পরবর্তীতে আপনার সঙ্গে করতে পারে। সন্তানের ভাল চাইলে, তাঁর ভবিষ্যৎ ভাল করতে ভাল শিক্ষা দিন, ভাল ব্যবহার করুন।

এরপরই বৃদ্ধাকে ওই বাড়ির চাবি, বাড়িতে অবাধ চলাফেরা এবং সবরকম সুযোগসুবিধা নিয়ে থাকার নির্দেশ দেয় হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ২০ মে।


ভিডিও স্টোরি